SANJIB CHATTOPADHAYAY /সঞ্জীব চট্টোপাধ্যায়
"সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি। ছোটোবেলা কাটিয়েছেন ছোটোনাগপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পেশা ছিল সাংবাদিকতা। এখন পূর্ণ সময়ের লেখক। কৌতুক রচনায় তাঁর সময়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী। হাস্যকৌতুকের অন্তরালে তাঁর রচনায় ফল্গুধারার মতো প্রবহমান এক গভীর জীবন ও ধর্মবোধ। এখনকার লেখালেখি মূলত অধ্যাত্মবাদ ও বিবেকানন্দ বিষয়ক। উল্লেখযোগ্য গ্রন্থ: লোটাকম্বল (১৯৮৫), শ্বেতপাথরের টেবিল (১৯৭৫), বুদবুদ (১৯৭৭), পায়রা (১৯৭৬), নবেন্দুর দলবল (১৯৭৮), যখন যেমন (১৯৮৮) আনন্দ পুরস্কার-সহ একাধিক পুরস্কার ও সম্মাননায় সম্মানিত।"