গ্রন্থ-প্রকাশনা এখন পুরোদস্তুর একটি শিল্প কিন্তু অন্যান্য শিল্প যতটা নিয়মতান্ত্রিক ও বিধিবদ্ধভাবে গড়ে ওঠে, এই শিল্পে সেই নিয়মের শাসন কম। ফলত, এক্ষেত্রে, বিশেষত বাংলায় প্রকাশিত বইয়ের জগতে, সৃষ্টি হয়েছে নৈরাজ্যের। কোন বই ছাপব, কত কপি ছাপব, কী শর্তে ছাপব, লেখকের প্রাপ্য কী, বই হার্ডবাউন্স হবে না পেপারব্যাক, বইয়ের টেরিটোরিয়াল রাইটস কার কাছে বিক্রি হবে_এসব প্রশ্নের কোনো যুক্তিগ্রাহ্য উত্তর বাঙালি প্রকাশকদের কাছে নেই। তাঁরা এখনও পড়ে রয়েছেন আন্তর্জাতিক প্রকাশনার সঙ্গে সম্পর্কবিহীন বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো। প্রকাশনার মূলকথা তাঁদেরকে পথ দেখাতে পারে। শ্রীসৌরেন্দ্রনাথ মিত্র অনূদিত ও সম্পাদিত এই গ্রন্থটিকে হ্যান্ডবুক অর পাবলিশিং হিসেবে মেনে নেওয়া যেতে পারে। কালের অমোঘ নিয়মে গ্রন্থে আলোচিত অনেক বিষয়ই এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তবু পাণ্ডুলিপি বিচার, লেখক বাছাই, বিপণন, প্রচার, বিজ্ঞাপন, মূল্যনির্ধারণ, স্বত্ব সংক্রান্ত মামলা প্রভৃতি বিবিধ বিষয়ে সারগর্ভ আলোচনা বইটির তাৎপর্য বাড়িয়েছে।
মনীষীদের বক্তৃতা / MONISHIDER BAKTRITA
₹400.00সম্পাদনা বারিদবরণ ঘোষ
মানুষ তাঁর ভাবভাষাকে লিপিবদ্ধ রূপ দিয়ে স্থায়িত্ব দিয়েছে। কিন্তু সে-ভাষার সঙ্গে স্বতঃস্ফূর্ত, আবেগময় কথ্য ভাষার দূরত্ব কখনোই ঘোচার নয়। বক্তব্য বা বক্তৃতার বিশেষ মূল্য এ-দৃষ্টিকোণ থেকেই। আবার কখনো সে-বক্তব্যকে পূর্বেই লিখে পরে সভা-সমিতিতে রাখার রীতিও বহুলপ্রচলিত। স্বতোৎসারিত কিংবা প্রস্তুত ভাষণ_উভয় প্রকার বক্তব্যেরই একটা স্থায়ী মূল্য থেকে যদি তাতে ধরা পড়ে মানুষের চিরন্তন ভাবনা-প্রবাহ। উনিশ ও বিশ শতকের বেশ কয়েকজন মনীষীর ভাষণ একত্রিত করে প্রস্তুত এই সংকলনে পাঠক অনুভব করবেন। তদানীন্তন যুগস্পন্দন। পাশাপাশি এইসব ভাষণে মিলবে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসংস্কার, ধর্ম প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাবহ চিন্তা ও চেতনার অনুরণন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দের অনায়াসলভ্য ভাষণ যেমন এতে গৃহীত, তেমনই স্থান পেয়েছে বহু আয়াসে উদ্ধার করা অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের দুষ্প্রাপ্য ভাষণও।
Reviews
There are no reviews yet.