এই বইয়ের পাতা উলটোতে উলটোতে কখন যে হাড়হিম করা ভয় আর অজানা রহস্যের অদৃশ্য জালে জড়িয়ে পড়েন পাঠক, খেয়াল থাকে না।
নয়নজলার রাজবাড়ি-তে কাজের খোঁজে আসা মেয়েটি অবাক হয়ে যায় যখন পূর্ণিমার চাঁদে সে আবিষ্কার করে রক্তের ছিটে! ব্যবসায়ী বাড়ির বউ সোনাই দেখতে পায় এমন একটা বাড়ি, যা আর কেউ দেখতে পায় না। তাহলে কি সোনাই পাগল? নাকি আকাশি বাড়ির মেয়েগুলো সত্যিই কোথাও আছে? ইচ্ছেপূরণের অলৌকিক কোনও উপায় গুনগুনের মতো কেউ যদি হঠাৎ পেয়ে যায়, ইচ্ছেমৃত্যু তখন কি ইচ্ছাধীন নাকি সেও এক অমোঘ ভবিতব্য? তন্ত্রসাধক জগ্যিদাসের ভাইপো, বাপ-মা মরা বিনু রাতের বেলা বউডুবির মাঠে যাওয়ার আগে গাত্রবন্ধন করতে ভুলে গেলে অতীতের অন্ধকার থেকে কোন্ জিঘাংসা তার পিছু নেবে? আইবুড়ো প্রতিবন্ধী মেয়ে রুকসানা আর সাত বছরের নাতনি মা-মরা ঘেঁটুকে নিয়ে সংসার রাজিয়া বিবি আর বরকত আলির। তাদের বাড়ির বাইরের বাঁজা কলকেফুল-এর গাছটাতে কোনোদিন কি আর ফুল ফুটবে না? দুটি বাচ্চা ছেলেমেয়ে ফিরে ফিরে আসে এক বিদেশিনীর কাছে। কোন হৃদয় বিদারক অতীতে প্রোথিত ওদের মুক্তি-র পথ? যে অশ্বত্থ গাছ না-কাটার শর্তে বৃদ্ধার থেকে জমিসহ বাড়ি হাতিয়েছিল প্রোমোটার মণীশ দত্ত, সেই গাছটা-ই কাটা পড়ে। প্রকৃতি কি প্রতিশোধ নেবে? জন্মের অচ্ছেদ্য বন্ধন ফুরায় শুধু চোখে, মৃত্যুর পরেও বহমান থেকে যায় ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিহিংসার পরম্পরা! গ্রিন হাউস-এর মালিক লোবো আসলে কে? কোথায় অরণি খুঁজবে তার ঘরণী রায়াকে?
অশরীরী উপস্থিতিতে চেনা পৃথিবী অচেনা হয়ে যায়। লৌকিক ডুব দেয় অলৌকিকের কুহকিনী বাস্তবে!
Reviews
There are no reviews yet.