Sale

476.00

মুহূর্তকথা – সুনীল গঙ্গোপাধ্যায় / MUHURTAKATHA – SUNIL GANGOPADHYYA

সুনীল গঙ্গোপাধ‌্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এ মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল প্রকাশনী নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজন-কর্মগুলিকে। আরম্ভেই থাকছে অতীন বন্দ‌্যোপাধ‌্যায়, সুনীল গঙ্গ‌্যোপাধায়, শীর্ষেন্দু মুখোপাধ‌্যায় ও বাণী বসু_এই চার কথাসাহিত‌্যিকের নির্বাচিত সেই গল্পসংগ্রহ, যা কালোত্তীর্ণ, যার সংরাগে কোনো এক ভিজে স্টেশনের দিকে চকিত সফর আমাদের।

Share

Meet The Author

"সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার আমগাঁ গ্রামে ১৩৪১ খ্রিস্টাব্দের ২১ ভাদ্র। বাবা কালীপদ গঙ্গোপাধ্যায়, মা মীরা গঙ্গোপাধ্যায়। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়ো। সিটি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স এবং প্রাইভেটে বাংলায় এম এ পাস করেন। ১৯৫১ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় 'একটি চিঠি' কবিতা লিখে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ। সাহিত্যের সমস্ত শাখায় ছিল তাঁর অনায়াস যাতায়াত। কবিতা ও উপন্যাস লিখে বাংলা সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য খ্যাতি। তাঁর প্রথম কিশোর গ্রন্থ অমলের পাখি। ছোটোদের জন্যে লিখেছেন প্রায় দুশোটির মতো গল্প এবং অনেক উপন্যাস। সহজ-সরল ভাষায় এবং অবাক হওয়ার মতো বিচিত্র সব বিষয় নিয়ে গল্প লিখে কিশোরদের কাছে তিনি আদরণীয় হয়ে উঠেছিলেন। তাঁর গল্পের রহস্যময়তা পাঠককে গল্পের শেষপর্যন্ত টেনে নিয়ে যায়। এইসব গল্পের উপস্থাপন ভঙ্গি পাঠকের মনের কাছে পৌঁছে দেয় তাঁর গল্পগুলিকে।"

সুনীল গঙ্গোপাধ‌্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এ মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল প্রকাশনী নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজন-কর্মগুলিকে। আরম্ভেই থাকছে অতীন বন্দ‌্যোপাধ‌্যায়, সুনীল গঙ্গ‌্যোপাধায়, শীর্ষেন্দু মুখোপাধ‌্যায় ও বাণী বসু_এই চার কথাসাহিত‌্যিকের নির্বাচিত সেই গল্পসংগ্রহ, যা কালোত্তীর্ণ, যার সংরাগে কোনো এক ভিজে স্টেশনের দিকে চকিত সফর আমাদের।