মুঘল সম্রাট শাহজাহানের কোষাগার থেকে নাদির শাহের পারস্য, পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংহের দরবার থেকে ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার প্রাসাদ কিংবা হিন্দু ভাগবত পুরাণে উল্লিখিত কৃষ্ণ ভগবানের স্যমন্তক মণি সংবলিত হিন্দু বিশ্বাস থেকে ব্রিটিশ ভাবনার সুদীর্ঘ যাত্রাকালের সাক্ষী হয়ে রয়েছে রক্তে ভেজা এক রোমাঞ্চকর ঐতিহাসিক নাটক, যার নায়ক ষড়যন্ত্রপীড়িত অস্থির সময় এবং নায়িকা এক জগদ্বিখ্যাত হীরা কোহ-ই-নূর! ‘আলোর পর্বত’-এর সমার্থক হয়েও এই হতভাগিনী নায়িকার অভিনয়দৃশ্য বারে বারে জর্জরিত হয়েছে বাবর-হুমায়ুন-শাহজাহানের হাহাকারে, নাদির শাহের রক্তপিপাসু হুঙ্কারে, দুরানি সাম্রাজ্ঞী ওয়াফা বেগমের অভিসম্পাতে, শের-ই-পাঞ্জাব রঞ্জিত সিংহের আশঙ্কায়, শিখ মহারানি জিন্দানের সন্তানহারা আর্তনাদে এবং মহারানি ভিক্টোরিয়ার আভিজাত্য মেশানো দুর্ভাবনায়।
তবুও সেই নাটকের শেষ অঙ্ক বোধহয় আজও অসমাপ্ত! টাওয়ার অফ লন্ডন-এর জুয়েল হাউসে বন্দিনী সেই নায়িকা এই অসমাপ্ত অঙ্কে কী বার্তা দিয়ে যেতে চায়? কী অজানা তথ্য লুকিয়ে রেখেছে সে তার সেই রক্তে ভেজা ঐতিহাসিক কাহিনির পরতে পরতে? এর উত্তর একমাত্র কোহিনূরই জানে। নিশ্চয় জানে।
Amader Bigyen O Paribesh-3 / আমাদের বিজ্ঞান ও পরিবেশ-৩ 
Reviews
There are no reviews yet.