ভারতে বেতার সম্প্রচারের সূচনাপর্বে কলকাতা এক বিশেষ স্থান অধিকার করে আছে। সেই ১৯২৩ সাল থেকে যে সম্প্রচার এখানে আরম্ভ হয়েছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে আজও তা প্রবহমান। শুধু আকাশবাণী কলকাতা কেন্দ্রের আনুপূর্বিক ইতিহাসই নয়, এই বই পড়ে আমরা জানতে পারব বেতার সম্পর্কিত চিরায়ত কিংবদন্তীগুলিকে। বেতারে রবীন্দ্রনাথ থেকে শুর করে সদাহাস্যময় দাদাঠাকুর, বীরেন্দ্র-বাণী পঙ্কজ ত্রয়ীর অমর সৃষ্টি মহিষাসুরমর্দিনী কিংবা গান্ধিজির প্রথম বেতারভাষণ_এ সবেরই বিশ্বস্ত ধারাবিবরণী অজিত বসুর গবেষণাগ্রন্থে। বেতারের ফেলে আসা পাতা শুধু যে আমাদের নস্টালজিয়াকে উসকে দেবে তাই নয়, আমরা গর্বিত হয়ে উঠব এক মহান ঐতিহ্যের উত্তরসাধক হতে পারে।
মনীষীদের বক্তৃতা / MONISHIDER BAKTRITA
₹400.00সম্পাদনা বারিদবরণ ঘোষ
মানুষ তাঁর ভাবভাষাকে লিপিবদ্ধ রূপ দিয়ে স্থায়িত্ব দিয়েছে। কিন্তু সে-ভাষার সঙ্গে স্বতঃস্ফূর্ত, আবেগময় কথ্য ভাষার দূরত্ব কখনোই ঘোচার নয়। বক্তব্য বা বক্তৃতার বিশেষ মূল্য এ-দৃষ্টিকোণ থেকেই। আবার কখনো সে-বক্তব্যকে পূর্বেই লিখে পরে সভা-সমিতিতে রাখার রীতিও বহুলপ্রচলিত। স্বতোৎসারিত কিংবা প্রস্তুত ভাষণ_উভয় প্রকার বক্তব্যেরই একটা স্থায়ী মূল্য থেকে যদি তাতে ধরা পড়ে মানুষের চিরন্তন ভাবনা-প্রবাহ। উনিশ ও বিশ শতকের বেশ কয়েকজন মনীষীর ভাষণ একত্রিত করে প্রস্তুত এই সংকলনে পাঠক অনুভব করবেন। তদানীন্তন যুগস্পন্দন। পাশাপাশি এইসব ভাষণে মিলবে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসংস্কার, ধর্ম প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাবহ চিন্তা ও চেতনার অনুরণন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দের অনায়াসলভ্য ভাষণ যেমন এতে গৃহীত, তেমনই স্থান পেয়েছে বহু আয়াসে উদ্ধার করা অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের দুষ্প্রাপ্য ভাষণও।
Reviews
There are no reviews yet.