Rudrashekhar Saha || রুদ্রশেখর সাহা
"রুদ্রশেখর সাহা জন্ম ১৯৭৪, উত্তর ২৪ পরগনার রহড়ায়। রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম ও নরেন্দ্রপুর আবাসিক মহাবিদ্যালয়ের এই প্রাক্তনী প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রিলাভ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে বি. এড.। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ব্যাঘ্রকেতন গ্রন্থে সম্পাদনা-সহযোগ করেছেন শাঁওলী মিত্রের সঙ্গে। বিদ্যাসাগর আকাদেমি প্রকাশিত মহাসাগর বিদ্যাসাগর গ্রন্থে সম্পাদনা-সহযোগীর দায়িত্ব নির্বাহ করেছেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুখপত্র পর্যদ বার্তা-র সাধারণ সংখ্যার পাশাপাশি দ্বিশতজন্মবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ১২৫তম জন্মবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু: শ্রদ্ধাঞ্জলি শীর্ষক বিশেষ সংখ্যার ভাবনা ও রূপায়ণে অংশ নিয়েছেন। সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তর প্রকাশিত চতুর্মাসিক পত্রিকা শিক্ষাদর্পণ-এর। কলকাতা পুরশ্রী বিশেষ সংখ্যা: দ্বিশতবর্ষে মাইকেল মধুসুদন স্মারক গ্রন্থে সংকলন করেছেন 'মাইকেল মধুসূদন দত্ত: কালে, কালোত্তরে'। হিন্দু স্কুলের মাইকেল মধুসুদন দত্ত জন্ম-দ্বিশতবর্ষ উদ্যাপন কমিটির পক্ষে প্রকাশিত তিষ্ঠ ক্ষণকাল স্মারকগ্রন্থে প্রবন্ধ রচনা এবং মধুসূদন বিষয়ক গ্রন্থের কালানুক্রমিক সূচি নির্মাণে দায়িত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মহাকবি মাইকেল মধুসুদন দত্তের দ্বিশতজন্মবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনীর গ্রন্থনা ও বিন্যাস করেছেন, যা স্থান পেয়েছে মহাকবির শেষ জীবনের ঘরে।। জীবিকা: শিক্ষকতা। শখ: দুষ্প্রাপ্য পত্রপত্রিকা, দুর্লভ গ্রন্থ এবং ডাকটিকিট সংগ্রহ।"