অনিমেষ কুমার চৌধুরী / Animesh Kumar Chowdhury

"অনিমেষ কুমার চৌধুরীর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর হাওড়া জেলার জয়পুর গ্রামে। পড়াশোনা করেছেন জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশন ও আমতা রামসদয় কলেজে। অতঃপর কলকাতায় এসে এনআইআইটি-তে নেওয়া তথ্যপ্রযুক্তির পাঠ। ছোটোবেলা থেকেই গান, কবিতা ও অভিনয়ে। গভীর আগ্রহ। পড়াশোনা করতে করতেই চুটিয়ে অভিনয় করেছেন শখের যাত্রাপালায়। সেইসঙ্গে চলেছে কবিতা পড়া ও লেখার নিয়মিত চর্চা। বিশিষ্ট অভিনেতা, আবৃত্তিকার তথা বাচিক শিক্ষক সতীনাথ মুখোপাধ্যায়ের সান্নিধ্য তাঁকে আমূল বদলে দেয়। ধীরে ধীরে সংস্পর্শে আসেন কবি শুভ দাশগুপ্ত, কল্যাণ সেন বরাট, দীপঙ্কর চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার-সহ আরও অনেক কৃতী মানুষের। কবিতা হয়ে ওঠে অনিমেষের প্রথম প্রেম। কবিতা লিখতে লিখতেই হঠাৎ করে গান লেখার প্রতি ভালোবাসা জন্মায়। তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। এছাড়া, তাঁর কথায় কণ্ঠদান করেছেন দীপঙ্কর চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, শম্পা কুণ্ডু, সুস্মিতা গোস্বামী, সুজয় ভৌমিক, সৌম্য চক্রবর্তী, দেবারতি বন্দ্যোপাধ্যায়-সহ অনেকানেক প্রখ্যাত শিল্পী। পেশাগত জীবনে দীর্ঘদিন একটি বেসরকারি সংস্থার তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে, একটি বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা-সম্পাদক। প্রকাশিত কাব্যগ্রন্থ: মনের জানালা, বিরহী মন ও তোমার প্রতীক্ষায়। রাগা মিউজিক থেকে প্রকাশিত হয়েছে তাঁর জনপ্রিয় কবিতার অ্যালবাম: ভালো থেকো ও অনুভব। শখ বাগান করা।"

অনিমেষ কুমার চৌধুরীর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর হাওড়া জেলার জয়পুর গ্রামে। পড়াশোনা করেছেন জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশন ও আমতা রামসদয় কলেজে। অতঃপর কলকাতায় এসে এনআইআইটি-তে নেওয়া তথ্যপ্রযুক্তির পাঠ।

ছোটোবেলা থেকেই গান, কবিতা ও অভিনয়ে। গভীর আগ্রহ। পড়াশোনা করতে করতেই চুটিয়ে অভিনয় করেছেন শখের যাত্রাপালায়। সেইসঙ্গে চলেছে কবিতা পড়া ও লেখার নিয়মিত চর্চা।

বিশিষ্ট অভিনেতা, আবৃত্তিকার তথা বাচিক শিক্ষক সতীনাথ মুখোপাধ্যায়ের সান্নিধ্য তাঁকে আমূল বদলে দেয়। ধীরে ধীরে সংস্পর্শে আসেন কবি শুভ দাশগুপ্ত, কল্যাণ সেন বরাট, দীপঙ্কর চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার-সহ আরও অনেক কৃতী মানুষের। কবিতা হয়ে ওঠে অনিমেষের প্রথম প্রেম।

কবিতা লিখতে লিখতেই হঠাৎ করে গান লেখার প্রতি ভালোবাসা জন্মায়। তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। এছাড়া, তাঁর কথায় কণ্ঠদান করেছেন দীপঙ্কর চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, শম্পা কুণ্ডু, সুস্মিতা গোস্বামী, সুজয় ভৌমিক, সৌম্য চক্রবর্তী, দেবারতি বন্দ্যোপাধ্যায়-সহ অনেকানেক প্রখ্যাত শিল্পী।

পেশাগত জীবনে দীর্ঘদিন একটি বেসরকারি সংস্থার তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে, একটি বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা-সম্পাদক। প্রকাশিত কাব্যগ্রন্থ: মনের জানালা, বিরহী মন ও তোমার প্রতীক্ষায়। রাগা মিউজিক থেকে প্রকাশিত হয়েছে তাঁর জনপ্রিয় কবিতার অ্যালবাম: ভালো থেকো ও অনুভব।

শখ বাগান করা।

Author's books