ছোটোদের জন্য লেখা ধ্রুব এষ-এর কবিতা, গল্প, উপন্যাস মন ভরিয়ে দেয়। তাঁর আঁকা আশ্চর্য সব ছবির মতো তাঁর লেখা গল্পগুলোও পরমাশ্চর্য। ছোটো ছোটো বাক্যে এক মায়াবী গদ্যে ছোটোদের কল্পনাকে ছুঁয়ে যান তিনি। এই বইয়ের উনিশটি গল্পই ছোটোদের জন্য লেখা। কিন্তু বড়োরা পড়লেও খুঁজে পাবেন হারানো ছেলেবেলার মাধুর্য। যারা সবে পড়তে শিখেছে এই বইয়ের ছোট্টো ছোট্টো গল্পগুলো পড়ে ফেলতে তাদের এতটুকু সময় লাগবে না। এক বাহাদুর পিঁপড়ে হাতির পিঠে চড়ে হাটে চলেছে। একটা ঘাস একটা ফড়িং_দুই বন্ধু। ছবির খাতায় আঁকা পাখি উড়ে গেল আকাশে। টবের নীল ফুলের একদিন হঠাৎ মন খারাপ হয়ে গেল। অং, বং, চং তিনটি বাচ্চা ছেলে। তারা তিনজন খুব বন্ধু। আকাশের একটা গল্প একদিন হঠাৎই মাটিতে পড়ে গেল। এমন এক রূপকথার গল্প শুনিয়েছেন ধ্রুব এষ যার গায়ে লেগে আছে জীবনের গন্ধ। আর এই গল্পগুলো ছোটোদের উড়িয়ে নিয়ে যায় আর এক রূপকথার দেশে।
CHIRO KUASHAR DESHE / চির কুয়াশার দেশে
₹160.00সৌম্য ভট্টাচার্য
দাদুর বাড়ির বাগানে পুকুর থেকে উঠে আসা একটা বুড়ো বটগাছ। জলের নীচে তার হাঁ-করা ফোকর গলে দুই বোন ডোরা আর ডোনা_তাদের দুই বন্ধু মিতুল ও নীলুর সঙ্গে_আচমকাই পৌঁছে যায় চির কুয়াশার এক দেশে। সর্বনেশে সে-দেশে অত্যাচারী মকররাজ খোক্কোসদের বিষাক্ত রাজ্যপাট কায়েম করে রেখেছে সেনাপতি কালাপাহাড়ের নির্মম অত্যাচার আর ন্যায়াধীশ শেয়ালপণ্ডিতের ধূর্ত কারসাজিতে। যক্ষপুরীতে গোপন কক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারাই বন্দি করে রাখে বাংলা মাকে।বাচ্চাদের ওপরেই পড়ে আবহমান বঙ্গের স্তন্যদায়িনী সেই মায়ের ভাঙা বুক জোড়া লাগানোর ভার। বাথুয়া_এক সুবিশাল রয়্যাল বেঙ্গল টাইগার_সহায় হয় তাদের। সঙ্গী হয় লক্ষ্মীপ্যাঁচা সুষমা, সনাতন ভোঁদড়, কুমির-গিন্নি, ছুচোঁ, ইঁদুর, এমনকী বনের আর সব পশুপাখিও। কিন্তু ছোটো ছোটো এই চারটি ছেলে-মেয়ে কি পারবে মকররাজের পরাক্রান্ত সাম্রাজ্যের ভিত টলিয়ে দিতে? রবীন্দ্রনাথের রাখিসংগীতেই কি আছে সেই জাদুশক্তি যা চির কুয়াশাময়, হতাশ সে-দেশে নিয়ে আসবে আশার নতুন আলো? বাংলার চিরকালীন রূপকথা আর শিশুসাহিত্যের নির্যাস নিয়ে লেখা এক আশ্চর্য উপন্যাস, যা একইসঙ্গে ফ্যান্টাসি, স্যাটায়ার, আবার ব্যাপ্ত ক্যানভাসে আঁকা দুর্ধর্ষ, রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারও।
Reviews
There are no reviews yet.