মহাদেব সাহা
মহাদেব সাহা বাংলার প্রিয় কবিদের একজন। গত চল্লিশ বছরে তাঁর হাতে সমৃদ্ধ হয়েছে বাংলা কবিতা, কিন্তু এখনও তিনি তাকিয়ে আছেন পথের দিকে, নির্লিপ্ত , উদাসীন_কখনো বিষণ্ণ ও অভিমানী তিনি, কখনো হাস্যোচ্ছল, কিন্তু সর্বদাই ভালোবাসায় নত। তাঁর কবিতায় যেমন মূর্ত হয়ে উঠেছে আমাদের চিরপরিচিত এই জীবন, এই প্রকৃতি, এই চরাচর, তেমনি উন্মোচিত হয়েছে এক অজানা রহস্যের জগৎ। আশ্চর্য কোমল ও গীতল তাঁর কবিতা_স্বতঃস্ফূর্ত, চিত্রময়, হৃদয়স্পর্শী। অন্তরসন্ধানী আলো ফেলে কবিতাকে তিনি করে তোলেন গভীর ও রহস্যময়, অশ্রুসজল বিধুর। এইসব পঙ্ক্তি আমাদের চিরকালীন সৌন্দর্যের দিকেই টানে। এই প্রাণিত কবি সময়ের বিশুঙ্ক ও বিশীর্ণ কাব্যধারায় ফিরিয়ে এনেছেন বসন্তকাল, নবজীবন। বাংলা কবিতার শাশ্বত আবেগময় রূপটিকে তুলে ধরে কবিতাকে তিনি করে তুলেছেন সজীব, হৃদয়গ্রাহী ও জনপ্রিয়; পাঠক আবার ফিরে এসেছে কবিতায়। তাঁর কবিতা তাঁর নিজেরই সৃষ্ট এক স্বতন্ত্র ভুবন, যেখানে নিজেকে উন্মোচিত করেছেন তিনি। ধ্যানমগ্ন ব্যথিত, বিভোর এই কবি মোহময়ী ভাষায় রচনা করে চলেছেন আমাদের নিবিড় জীবনভাষ্য। যুগের অসুখকে ধারণ করেও তিনি এক যুগোত্তরের স্বপ্ন দেখেন। এ পর্যন্ত প্রকাশিত ৬০টি কবিতাগ্রন্থ থেকে তাঁর চার দশকব্যাপী কাব্যসাধনায় অনুপম শস্যরাশি নিয়ে প্রকাশিত হল তাঁর শ্রেষ্ঠ কবিতার এই নতুন সংস্করণ। প্রিয় কবির সুনির্বাচিত সংকলনটি শুধু যে তাঁর মুগ্ধ অনুরাগীদেরই সবসময়ের সঙ্গী হবে তাই নয়, বাংলা কবিতার সংগ্রহকেও ঋদ্ধ করবে।
Reviews
There are no reviews yet.