ড. প্রণতি মোদক সাহা
ত্রিপুরার শিক্ষাজগতে ড. প্রণতি মোদক সাহা এক উল্লেখযোগ্য নাম। তাঁর প্রথম গ্রন্থ আধুনিক শারীরশিক্ষা ও শিক্ষণ পদ্ধতি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছিল এ রাজ্যের ছাত্র-শিক্ষক মহলে। দ্বিতীয় গ্রন্থ কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদ্ধতি-র জনপ্রিয়তাও সমধিক। মূলত সঠিক খাদ্যাভাস ও ব্যায়ামকে সঙ্গী করে কীভাবে খুব সহজেই আমরা অধিকারী হতে পারি সুস্থ, সুন্দর ও আনন্দময় এক জীবনের, সেই পথই আমাদের দেখিয়েছন ড. প্রণতি মোদক সাহা। বর্ণময় শিক্ষক জীবনের অভিজ্ঞতায় ভিন্ন এক অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখেছেন আমাদের এই মানবজীবনকে। আর সেজন্যই সহজসরল ভাষায় অনায়াসে লিখে ফেলতে পারেন এমন এক বই, যা আমাদের হাতে তুলে দেয় উন্নততর জীবনের চাবিকাঠি।
Reviews
There are no reviews yet.