মুহূর্ত যখন বাত্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে।
দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন্য এক মহানভ অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে।
হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে।
‘মুহূর্তকথা’- এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে।
মুহূর্তকথা-র এই নব পর্যায়ে আমাদের নিবেদন তসলিমা নাসরিনের নির্বাচিত গল্পসংগ্রহ।
শুধুই নারীবাদী ভাবনাবিশ্বের শরিক হিসেবে তসলিমা নাসরিনের কথাসাহিত্যকে অনুধাবন করতে চাইলে সত্যের অপলাপ হবে। তাঁর রচিত ছোটোগল্পগুলি একদিকে যেমন লিঙ্গবৈষম্যবিহীন সাম্যময়, মুক্ত এক পৃথিবীর অভিসারী, তেমনই আবার নির্মিতিতে তারা ঋজু। খাপখোলা তরোয়ালের মতো নির্মেদ, ভানহীন তাদের ভাষা। শ্লেষ ও ব্যঙ্গের নির্মম কষাঘাতে তারা আক্রমণ শানায় অভ্যাসের নিগড়ে বাঁধা ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি-সহ উগ্র সকল ক্ষমতাকাঠামোতেই।
ফলত, ‘অপাত্র’, থেকে ‘উৎসব’- আন্তর্জাতিকতায় উত্তীর্ণ এই চল্লিশটি ছোটোগল্পে যে কথাসাহিত্যের সঙ্গে পাঠকের দেখা হয়ে যায়, ক্লাসিক হিসেবে তাকে দাগিয়ে দিয়ে, চিরায়ত সাহিত্যের নিরাপদ শেল্ফে তুলে রাখা যাবে না। গল্পের ছদ্মবেশে এই লেখাগুলি আসলে দর্শন-দূরগামী ক্ষেপণাস্ত্রের মতো বিশ্বের যেকোনো কোণে, যেকোনো মনেই নিক্ষিপ্ত হলে, পাঠকের পৃথিবী বদলে যায় একনিমেষে!
ডবল টেনিদা / Double Tenida
MOOKUT (Rabindranath Tagore)
VAGNAHRIDAY (Rabindranath Tagore)
নির্বাচিত উপন্যাস - প্রথম খন্ড / NIRBACHITO UPANYAS - VOLUME 1
শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (দ্বিতীয় খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbacita Upannyas- (2nd Part)
পাঁচটি উপন্যাস / Panchti Uponnyas 
Reviews
There are no reviews yet.